ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

হেরে গিয়েও এগিয়ে ক্রিস্টাল প্যালেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
হেরে গিয়েও এগিয়ে ক্রিস্টাল প্যালেস

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের নবম ম্যাচে সহজ জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়ে দলটি এ জয় তুলে নিয়েছে।


 
তবে হেরে গেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে ৯ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে আছে ক্রিস্টাল প্যালেস। সমান সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে ১২ নম্বরে লিস্টার সিটি।
 
এর আগে শনিবার (২২ অক্টোবর) ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মাঠের দখল নিয়ে নেয় স্বাগতিক লিস্টার। তারপরেও দলটিকে জালের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৪১ মিনিট পর্যন্ত। ৪২ মিনিটে দলের নাইজেরিয়ান ফরোয়ার্ড আহমেদ ফিরাজ মুসার গোলে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা।
 
৬৩ মিনিটে ব্যবধান ২-০ তে নিয়ে যান লিস্টারের জাপানি ফরোয়ার্ড শিনজি ওকাজাকি। এরপর ৮৩ মিনিটে দলের অস্ট্রিয়ান ডিফেন্ডার খিস্ট্রিয়ান ফুকস ক্রিস্টাল জালে বল ঠেলে দিয়ে দলকে জয়ের সুবাস পাইয়ে দেন।
 
ক্রিস্টাল প্যালেসের হয়ে ৮৫ মিনিটে একমাত্র গোলটি করেন দলের ফরাসি মিডফিল্ডার ইয়োহান কাবায়ি। তার সান্তনা সুচক গোলে ম্যাচের নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে সফরকারী ক্রিস্টাল প্যালেস।
 
আর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মাঠ ছাড়ে মৌসুমের তৃতীয় জয়ের শেষ হাসি হেসে।                
 
বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৬
এইচএল  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।