ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

জুভেন্টাসের মিলান বাধা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
জুভেন্টাসের মিলান বাধা

ঢাকা: গেল ১৮ সেপ্টেম্বর ইন্টার মিলানের কাছে ২-১ গোলে হেরে মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পেয়েছিল সিরিআ জায়ান্ট জুভেন্টাস। এবার দলটি দ্বিতীয় হারের স্বাদ পেল সেই মিলানের কাছে হেরেই।

তবে এবার ইন্টার নয়, এসি মিলান। আর তাদের বিপক্ষে ১-০ গোলে হেরে পয়েন্ট হারিয়েছে জুভিরা।
 
এর আগে রোববার (২৩ অক্টোবর) মিলানোতে প্রথমার্ধের খেলায় গোলের দেখা পায়নি দু’দলের কেউই।
 
তবে দ্বিতীয়ার্ধে জাল খুঁজে পায় এসি মিলান। ৬৫ মিনিটে সুসোর ক্রস থেকে ম্যানুয়েল লোকাটেলি সাইড নেটে বল ঠেলে দলকে ১-০ এর জয় এনে দিয়ে মাঠ ছাড়েন।
 
বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৬
এইচএল  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।