ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ খেলার আয়োজন করে।

প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেছের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার (এসপি) ফারহাত আহমেদ ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আবু তোরাব মানিক প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশ নেন বালিয়াডাঙ্গী উপজেলা বনাম পীরগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
আরবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।