ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

উদ্বোধনী ম্যাচে বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ দল জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
উদ্বোধনী ম্যাচে বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ দল জয়ী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠলো। উদ্বোধনী খেলায় জয় পেয়েছে সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের রোমাঞ্চকর ম্যাচটিতে সদর উপজেলার দক্ষিণ আরাজি কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে ৭-৬ গোলের শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় পীরগঞ্জ উপজেলার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে, বঙ্গমাতা গোল্ডকাপ ইভেন্টে পীরগঞ্জ উপজেলার মাছখুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়েছে বালিয়াডাঙ্গী উপজেলার লংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রোববার (২৩ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও জেলার প্রাথমিক শিক্ষার আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এসময় অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু হারেছ, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম ও ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি আবু তোরাব মানিক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।