ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো ছবি: সংগৃহীত

ঢাকা: গত বছরের সেপ্টেম্বরে ফ্লুমিনেন্স ছাড়ার পর থেকেই পেশাদার ফুটবলের বাইরে রোনালদিনহো। ভক্ত-সমর্থকদের জন্য সুখবর, খুব শিগগিরই মাঠে ফিরতে পারেন দু’বারের সাবেক ফিফা বর্ষসেরা।

তিনটি প্রস্তাব বিবেচনা করছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

রোনালদিনহোর এজেন্ট ও তার ভাই রবার্তো ডি আসিস মোরেইরা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে থাকলেও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি সাবেক বার্সেলোনা আইকন।

বেশ কয়েকটি অফার পাওয়ায় ৩৬ বছর বয়সী রোনালদিনহোর প্রফেশনাল ফুটবলে ফেরার সম্ভাবনা দেখছেন মোরেইরা। চলতি মাসেই ইতালিতে পোপ ফ্রান্সিসের উদ্যোগে একটি চ্যারিটি ম্যাচ খেলেছেন ২০০২ বিশ্বকাপ জয়ী।

এক সাক্ষাৎকারে মোরেইরো বলেন, ‘আমরা তিনটি প্রস্তাব বিবেচনায় নিয়েছি। রোনালদিনহো ঠিক করবেন তিনি কী সিদ্ধান্ত নেবেন। আমাদের এতো তাড়া নেই। তিনি এখন বিভিন্ন ইভেন্টে (চ্যারিটি ম্যাচ) অংশ নিয়ে এবং বিশ্বজুড়ে ভ্রমন করতে পেরে খুশি। ’

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘন্টা, অক্টোবর ২৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।