ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর সবচেয়ে বাজে শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
রোনালদোর সবচেয়ে বাজে শুরু ক্রিস্টিয়ানো রোনালদো-ছবি:সংগৃহীত

ঢাকা: অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। রোববার ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে ১-১ গোলে সমতা থাকার পর আলভারো মোরাতার গোলে জয় পায় জিনেদিন জিদানের শিষ্যরা।

তবে এ ম্যাচেও ব্যর্থ দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

এরই সঙ্গে রিয়ালে যোগ দেওয়ার পর সবচেয়ে বাজে মৌসুম শুরুর রেকর্ড গড়েন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। চলতি মৌসুমে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে ফেললেও তা থেকে গোল আদায় করে নিয়েছেন মাত্র দুটি।

২০০৯ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লা গ্যালাকটিকোতে পাড়ি দেন সিআর সেভেন খ্যাত এ তারকা। যেখানে ২০১৪-১৫ মৌসুমে ছয় ম্যাচ থেকে তিনি সর্বোচ্চ ১৩টি গোল আদায় করে নিয়েছিলেন। গত মৌসুমেও তিনি করেন পাঁচ গোল।

রোনালদো স্প্যানিশ জায়ান্টদের ঘরের মাঠ বার্নাব্যুতে শেষ চার ম্যাচে কোনো গোল করতে পারেননি। এটিও তার ক্যারিয়ারে বাজে রেকর্ড হিসেবে যোগ হয়েছে।

এদিকে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির দৌড়ে বর্তমানে এগিয়ে রয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চলতি মৌসুমে ইতোমধ্যে তিনি ছয়টি গোল করেছেন। পাঁচটি গোল করেছেন মেসির সতীর্থ লুইস সুয়ারেজ।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।