ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

প্রিমিয়ার লিগ দলে নেই ম্যানইউ-ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
প্রিমিয়ার লিগ দলে নেই ম্যানইউ-ম্যানসিটি ছবি:সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে চেলসি। অপরদিকে আরেক ফেভারিট ম্যানচেস্টার সিটিকে ১-১ গোলে রুখে দিয়েছে সাউদাম্পটন।

ফলে গোল ডট কমের করা সাপ্তাহিক আয়োজন ‘টিম অব দ্য উইক’ এ জায়াগা হয়নি জায়ান্ট দুই দলের ফুটবলারদের।

এই দলে স্ট্রাইকার হিসেবে চেলসির পেদ্রোর সঙ্গে জায়গা ভাগাভাগি করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির ফরওয়ার্ড আহমেদ মুসা। ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারায় ক্লাউদিও রানিয়েরির লিচেস্টার।

হেরে গেলেও মিডফিল্ডে আছেন ক্রিস্টাল প্যালেসের দুই ফুটবলার। উইলফ্রেড জাহার সঙ্গে আছেন ইয়হান কাবায়া। এছাড়া মধ্যমাঠে আছেন ওয়েস্ট হামের মার্ক নোবেল ও স্টোক সিটির জারদান শাকিরি।

রক্ষণভাগে চার ফুটবলারের মধ্যে আছেন লিচেস্টারের ক্রিস্টিয়ান ফুচেস, ওয়েস্ট হামের উইনস্টন রিয়েদ, চেলসির সেজার আজপিলিকুয়েতা ও সোয়ানসি সিটির কায়েল নগটন। আর গোলরক্ষক হিসেবে আছেন আর্সেনালকে রুখে দেওয়া মিডলসবার্গের ভিক্টর ভালদেস।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।