ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ডিএফবি পোকাল ম্যাচে বায়ার্ন, ডর্টমুন্ডের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ডিএফবি পোকাল ম্যাচে বায়ার্ন, ডর্টমুন্ডের জয় ছবি:সংগৃহীত

ঢাকা: জার্মান ঘরোয়া দ্বিতীয় সর্বোচ্চ আসর ডিএফবি পোকালের ভিন্ন ম্যাচে জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ ও বুরুশিয়া ডর্টমুন্ড। অগসবার্গকে ৩-১ গোলে হারায় বায়ার্ন আর সমতা থাকার পর ইউনিয়ন বার্লিনের বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়েছে ডর্টমুন্ড।

বুধবার রাতে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় অধিনায়ক ফিলিপ লাম, জুলিয়ান গ্রিন ও ডেভিড আলবাল গোলে জয় পায় কার্লোস আনচেলত্তির শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধে অগসবার্গের হয়ে ডং-ওন একটি গোল পরিশোধ করেন। এ জয়ের ফলে তৃতীয় আসরের রাউন্ডে পৌঁছে গেল বায়ার্ন।

রাতের অপর ম্যাচে ঘরের মাঠ সিগন্যাল-ইদুনা-পার্কে বার্লিনকে আতিথিয়েতা জানায় ডর্টমুন্ড। তবে ম্যাচের ৪৪ মিনিটে ‍আত্মঘাতি গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয়ার্ধে স্টেভেন স্কারজাবাসকির গোলে সমতা পায় সফরকারীরা। ম্যাচটি নির্ধারিত সময়ের পর সমতা থাকায় টাইব্রেকারে ৩-০ গোলে জয় পায় ডর্টমুন্ড। সেই সঙ্গে তৃতীয় রাউন্ডে পা রাখে দলটি।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।