ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

বার্সার কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
বার্সার কষ্টার্জিত জয় ছবি:সংগৃহীত

ঢাকা: লা লিগায় দুর্বল গ্রানাডার বিপক্ষে জিততে বেশ ঘাম ঝরাতে হলো বার্সেলোনাকে। তবে শেষ পর্যন্ত রাফিনহার একমাত্র গোলে ১-০ ব্যবধানে মাঠ ছাড়তে পেরেছে লুইস এনরিকের শিষ্যরা।

শনিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে লিগ টেবিলের তলানিতে থাকা গ্রানাডাকে আতিথিয়েতা জানায় বার্সা। তবে এদিন গোল পেতে ব্যর্থ হন দলের সেরা তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার।

দিনের আরেক খেলায় রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে জিতে লিগ টেবিলের শীর্ষ অবস্থান মজবুত রাখে। হ্যাটট্রিক করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই এ ম্যাচে মেসিদের সামনে বেশ চাপই ছিল। কিন্তু প্রথমার্ধ গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

বিরতির পরই খেলায় ফিরে কাতালানরা। ভলির মাধ্যমে দারুণ এক গোল করে দলের হয়ে লিড নেন রাফিনহা। চলতি মৌসুমে গোলের দারুণ ধারাবাহিকতা ধরে রাখলেন এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার। লিগে ছয় ম্যাচে করেছেন পাঁচ গোল।

তবে ম্যাচের বাকি সময় আর কোনো গোলের দেখা পায়নি স্বাগতিক ফুটবলাররা। ফলে নির্ধারিত সময় শেষে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে বার্সা। অন্যদিকে মালাগাকে ৪-২ গোলে হারিয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।