ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

বদলে গেছেন বালোতেল্লি, বদলে গেছে নিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বদলে গেছেন বালোতেল্লি, বদলে গেছে নিস ছবি:সংগৃহীত

ঢাকা: বিতর্ক আর মারিও বালোতেল্লি যেন একই নাম। তবে হঠাৎই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তার মাঝে।

সেই সঙ্গে পারফরম্যান্সেও এসেছে ব্যাপক উন্নতি। তার পারফরম্যান্সে ক্লাব নিস’ও রয়েছে শীর্ষে।

ভালো ফুটবলারের তকমা থাকা সত্ত্বেও ইতালিয়ান স্ট্রাইকার বালোতেল্লি বিভিন্ন সময় জড়িয়েছেন নানান বিতর্কে। বিশ্বের নামি কয়েকটি ক্লাবে খেললেও থিতু হতে পারেননি কোথাও। তবে এ মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল নিসে যোগ দিয়ে যেন পুরোই বদেলে গেছেন তিনি।

নিসের সর্বশেষ ম্যাচে নান্তসেকে ৪-১ ব্যবধানে হারানোর ম্যাচে একটি গোল করেন বালোতেল্লি। আরও দুটি গোলে সহায়তা করেন। এখন পর্যন্ত দলের হয়ে পাঁচ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল।

লিভারপুলের সাবেক তারকার পারফরম্যান্সে মোনোকো ও প্যারিস সেন্ট জার্মেইন থেকে ছয় পয়েন্ট এগিয়ে থেকে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে নিস। সেই সঙ্গে ৫৭ বছর পর শিরোপা জয়ের স্বপ্নও দেখছে তারা। দলটি সর্বশেষ ১৯৫৮-৫৯ সালে ট্রফির স্বাদ পেয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।