ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মরিনহোর অধীনে শোয়েইনির প্রথম অনুশীলন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
মরিনহোর অধীনে শোয়েইনির প্রথম অনুশীলন ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে এখনো একটি প্রতিযোগিতামূলক ম্যাচেও সুযোগ পাননি। বেশ কয়েক মাস ধরেই দলে ভ্রাত্য।

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিশ্বকাপ জয়ী বাস্তিয়ান শোয়েনস্টাইগার। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম টিমের হয়ে অনুশীলনে ফিরেছেন সাবেক জার্মান অধিনায়ক।

চলতি মৌসুমে হোসে মরিনহো কোচ হওয়ার পর থেকেই দলের বাইরে ৩২ বছর বয়সী শোয়েনস্টাইগার। একাকী কিংবা ক্লাবের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ট্রেনিং করেছেন। এবার বিষয়টি স্পষ্ট যে, এ অভিজ্ঞ মিডফিল্ডারকে প্রথম পছন্দের টিমে বিবেচনা করছেন মরিনহো। সবশেষ লুইস ফন গাল কোচ থাকাকালীন গত বছরের মার্চে রেড ডেভিলসদের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

রুনি-পগবা-ইব্রাহিমোভিচদের নিয়ে গড়া মূল দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পেরে খুবই উৎফুল্ল শোয়েনস্টাইগার। টুইটারে এমনই একটি পোস্ট করে টুইট করেছেন, ‘আজ অসাধারণ কিছু অনুভব করেছি! দল ভালো অবস্থানে রয়েছে, ফলাফল সামনে আসবে!’

ফর্ম আর ফিটনেসের কারণে শোয়েনস্টাইগারকে পরিকল্পনার বাইরে রাখেন ‘স্বঘোষিত স্পেশাল ওয়ান’ মরিনহো। কিন্তু দলের সাম্প্রতিক পারফরম্যান্স ভাবিয়ে তুলেছে তাকে। প্রিমিয়ার লিগে নিজেদের শেষ চারটি ম্যাচেই জয়হীন ম্যানইউ (৩ ড্র, ১ হার)। তার মধ্যে রয়েছে চেলসির মাঠে ৪-০ গোলের লজ্জাজনক পরাজয়।

জয়ের ধারায় ফিরতে অভিজ্ঞ কাউকে হয়তো স্মরণ করছেন পর্তুগিজ কোচ! ‘শোয়েইনি’র অনুশীলনে ডাক পাওয়া তো তারই প্রমাণ। সাবেক বায়ার্ন মিউনিখ আইকন কী পারবেন মরিনহোর আস্থার প্রতিদান দিতে?

আগামী রোববার (৬ নভেম্বর) পরবর্তী লিগ ম্যাচে স্বাগতিক সোয়ানসি সিটির মুখোমুখি হবে মরিনহোর শিষ্যরা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়। তার আগে (৬ নভেম্বর রাত ১২টা) ইউরোপা লিগে ফেনেরবাখের মাঠে নামবে ইংলিশ জায়ান্টরা। অনুশীলনে ফেরা শোয়েনস্টাইগার স্কোয়াডে থাকবেন কিনা সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।