ঢাকা: জানুয়ারির দলবদলের বাজারে ঝড় তুলতে পারেন ফিলিপ্পে কুতিনহো। ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দলে ভেড়াতে লড়াইয়ে নামছে বার্সেলোনা ও পিএসজি।
লিভারপুলও বসে নেই! ট্রান্সফার উইন্ডো সামনে রেখে নাকি দলের অন্যতম সেরা তারকার প্রাথমিক মূল্য বেধে দিয়েছে অল রেডসরা। একটি সূত্রের বরাত দিয়ে গোল ডট কম বলছে, দুর্দান্ত ফর্মে থাকা কুতিনহোকে পেতে কমপক্ষে ৭৫ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। তবে প্রতিভাবান এ মিডফিল্ডারকে নিয়ে কাড়াকাড়িতে তা কোথায় গিয়ে ঠেকবে কে জানে!
২০১৩ সালের জানুয়ারিতে ৮.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইন্টার মিলান ছেড়ে লিভারপুলে যোগ দেন কুতিনহো। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে এরই মধ্যে নিজেকে দলের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচে সতীর্থদের দিয়ে গোল করানোর পাশাপাশি নিজে চারটি গোল করেছেন। তার পারফরম্যান্সে মুগ্ধ ইউরোপের অন্যান্য বড় ক্লাবগুলো।
অ্যানফিল্ডে কুতিনহোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২০ সালে। কিন্তু তাকে সই করাতে ইউরোপিয়ান জায়ান্টরা যেভাবে উঠেপড়ে লেগেছে তাতে চিন্তার ভাঁজই পড়ছে কোচ ইয়োর্গেন ক্লপের কপালে। তাছাড়া, বার্সার প্রতি কুতিনহোর ভালো লাগার বিষয়টিও কিন্তু এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
বিশেষ করে, সাম্প্রতিক সময়ে স্প্যানিশ চ্যাম্পিয়নদের আগ্রহই ভাবিয়ে তুলেছে লিভারপুলকে। সে যাই হোক, কুতিনহোকে অত সহজে ছাড়বে না ইংলিশ জায়ান্টরা। দলের সেরা ‘অস্ত্রকে’ ধরে রাখতে ক্লাব কর্তৃপক্ষ লোভনীয় নতুন চুক্তির প্রস্তাব দিতে প্রস্তুত। শেষ পর্যন্ত কুতিনহো নতুন ঠিকানায় পাড়ি জমাবেন কিনা সেটিই এখন দেখার বিষয়!
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘন্টা, নভেম্বর ৩, ২০১৬
এমআরএম