ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফুটবল

মেসিদের সামনে কঠিন প্রতিপক্ষ সেভিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
মেসিদের সামনে কঠিন প্রতিপক্ষ সেভিয়া ছবি:সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগে বাজে হারের পর লিগের খেলায় আবারও ফিরছে বার্সেলোনা। তবে লা লিগার ম্যাচে এবারে লুইস এনরিকের শিষ্যদের সামনে কঠিন প্রতিপক্ষ সেভিয়া।

আর এ খেলায় জয় পেলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি থাকছে মেসিদের সামনে। তবে অপর খেলায় হার অথবা ড্র করতে হবে রিয়াল মাদ্রিদকে।

রোববার রাতে সেভিয়ার মাঠ স্তাদিও রামোন সানচেজ পিজুয়ানে আতিথিয়েতা নিতে যাবে বার্সা। বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। বর্তমান লিগ পয়েন্ট দ্বিতীয়স্থানে রয়েছে কাতালানরা। আর চতুর্থস্থানে সেভিয়া।

এ ম্যাচে নামার আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ নামতে হবে। কারণ চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ অ্যাওয়ে ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলে হারে বার্সা। সেই সঙ্গে সেভিয়া ঘরের মাঠে শেষ পাঁচ ম্যাচে জয় তুলে নিয়েছে। ফলে সতর্কতার কোনো বিকল্প নেই বার্সার সামনে।

এদিকে একটি পরিসংখ্যানে বার্সা অবশ্য বেশ এগিয়েই। লিগের খেলায় দু’দলের শেষ ১৮ ম্যাচে সেভিয়া মাত্র একটিতে জয় পেয়েছে। এছাড়া নতুন মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। গোল পাচ্ছেন প্রায় প্রতিটি ম্যাচেই। তবে এই মাঠে নিজেদের শেষ ম্যাচে হারতে হয়েছিল বার্সাকে।

বার্সা নিজেদের শেষ পাঁচ ম্যাচে চারটি জয়ের বিপরীতে হেরেছে একটিতে। অন্যদিকে সেভিয়া চার জয়ের বিপরীতে ড্র করেছে একটিতে।

লিগে এখন পর্যন্ত ১০ ম্যাচে ২৪ পয়েন্ট ‍নিয়ে শীর্ষে রয়েছে জিনেদিন জিদানের রিয়াল। সমান ম্যাচে বার্সার সংগ্রহ ২২। এক ম্যাচ বেশি খেলা অ্যাতলেটিকো মাদ্রিদ ২১ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। আর ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চারে সেভিয়া।

এদিকে বার্সার আগেই রোববার মাঠে নামছে রিয়াল। যেখানে তাদের প্রতিপক্ষ দুর্বল লিগেনস। লা লিগার ইতিহাসে দু’দলের এটিই প্রথম সাক্ষাত। তবে গ্যালাকটিকোরা এখন পর্যন্ত লিগে ২২ ম্যাচে অপরাজিত। আর মাত্র তিনটি ম্যাচে অপরাজিত থাকতে পারলে হোসে মরিনহোর (২৪) পর সবচেয়ে বেশি ম্যাচে হার এড়াতে সক্ষম হবে দলটি।    

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।