ঢাকা: অ্যান্তোনি গ্রিজম্যান ক্লাব ছাড়তে চান এমন গুজবে নড়েচড়ে বসেছে ইউরোপিয়ান জায়ান্টরা। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি সহ বেশ কয়েকটি ইংলিশ ক্লাব তাকে দলে ভেড়ানোর দৌড়ে।
‘সানডে মিরর’র বরাত দিয়ে গোল ডট কম বলছে, অ্যাতলেতিকো মাদ্রিদের ফ্রেঞ্চ ফরোয়ার্ডের জন্য ৭০ মিলিয়ন পাউন্ড বিড করার প্রস্তুতি নিচ্ছে ম্যানসিটি। কিন্তু তাদের সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়াচ্ছে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। বলা যায়, গ্রিজম্যানকে সই করানোর চ্যালেঞ্জে মুখোমুখি নগর প্রতিদ্বন্দ্বী।
সূত্রমতে, দীর্ঘমেয়াদে ওয়েইন রুনির বিকল্প হিসেবে ২৫ বছর বয়সী গ্রিজম্যানকে পেতে মরিয়া রেড ডেভিলসরা। চেলসিও নাকি অ্যাতলেতিকো তারকার গতিবিধি পর্যবেক্ষণ করছে।
সে যাই হোক, স্প্যানিশ জায়ান্টরা কী অত সহজে গ্রিজম্যানকে ছাড়বে। লা লিগায় অ্যাতলেতিকোর জার্সিতে এরই মধ্যেই পঞ্চাশ গোলের মাইলফলক ছুঁয়েছেন ২০১৬ ইউরোর সেরা খেলোয়াড় ও গোল্ডেন বুট জয়ী। ২০২১ সালে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। দু’বছর আগে রিয়াল সোসিয়েদাদ ছেড়ে তিনি ভিসেন্তে কালদেরনে পাড়ি জমান।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
এমআরএম