ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রুম্মন-ইকাঙ্গার গোলে রাসেলের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
রুম্মন-ইকাঙ্গার গোলে রাসেলের জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। রুম্মন হোসেন আর ইকাঙ্গার গোলে চলমান প্রিমিয়ার লিগে ৩-১ ব্যবধানে ফেনী সকারকে হারিয়েছে দলটি।

চট্টগ্রাম থেকে: পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। রুম্মন হোসেন আর ইকাঙ্গার গোলে চলমান প্রিমিয়ার লিগে ৩-১ ব্যবধানে ফেনী সকারকে হারিয়েছে দলটি।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুক্রবার (১৮ নভেম্বর) শেখ রাসেলের হয়ে জোড়া গোল করেন রুম্মন। জালাল উদ্দিনের বিতর্কিত রেফারিংয়ের পরও পিছিয়ে পড়া রাসেল ১৫ মিনিটের ম্যাজিকে দারুণ জয় আদায় করে নেয়।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে গোল খেয়ে বসে শেখ রাসেল। বদলি খেলোয়াড় মোহাম্মদ হেলালের গোলে এগিয়ে যায় ফেনী সকার। ৭০ মিনিটে সমতায় ফেরে রাসেল। মোনায়েম খান রাজুর ফ্রি-কিকে রুম্মন মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে দলটি।

৮৪ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার কিকে কাছের পোস্টে মাথা ছুঁইয়ে দলকে ২-১ গোলে এগিয়ে নেন ক্যামেরুনের ইকাঙ্গা। এগিয়ে গিয়েও তাদের গোল ক্ষুধা কমেনি। পরের মিনিটে রুম্মনের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল লিগে রাসেলের চতুর্থ জয় নিশ্চিত করে।

এ জয়ের পর ১৫ পয়েন্ট নিয়ে শেখ রাসেল ক্রীড়াচক্র চতুর্থ জয় নিয়ে উঠে এসেছে অষ্টম স্থানে। ১০ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে একাদশ স্থানে ফেনী সকার।

শুক্রবার দিনের প্রথম ম্যাচে ল্যান্ডিং ডারবোর গোলে চট্টগ্রাম আবাহনীকে ১-০ ব্যবধানে হারায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট অর্জন করেছে জামাল। ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী। এক ম্যাচ কম খেলা আবাহনী লিমিটেড ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ১৮ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।