ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফিফার বর্ষসেরা গোলের তালিকায় মেসি-নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
ফিফার বর্ষসেরা গোলের তালিকায় মেসি-নেইমার লিওনেল মেসি ও নেইমার-ছবি:সংগৃহীত

প্রতিবারের মতো এবারও দেওয়া হবে বর্ষসেরা গোলের পুরস্কার ফিফা ‘পুসকাস’ অ্যাওয়ার্ড। আর এবারের ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় নাম রয়েছে লিওনেল মেসি ও তারই ক্লাব সতীর্থ নেইমারের। আছে অ্যাথলেটিকো মাদ্রিদের সাউল নিগেসও।

ঢাকা: প্রতিবারের মতো এবারও দেওয়া হবে বর্ষসেরা গোলের পুরস্কার ফিফা ‘পুসকাস’ অ্যাওয়ার্ড। আর এবারের ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় নাম রয়েছে লিওনেল মেসি ও তারই ক্লাব সতীর্থ নেইমারের।

আছে অ্যাথলেটিকো মাদ্রিদের সাউল নিগেসও।

সর্বশেষ এক বছরে হওয়া গোলগুলোর মধ্যে সেরাটির জন্য পুসকাস অ্যাওয়ার্ড দেওয়া হয়।

২০১৬ পুসকাস অ্যাওয়ার্ডের জন্য ১০ জনের তালিকায় অবশ্য নেই এ বছরের ব্যালন ডি’অর পুরস্কার জয়ে সবচেয়ে ফেভারিট রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো।

গত কোপা আমেরিকার শতবর্ষী আসরের সেমি-ফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আর্জেন্টিনার ৪-০ ব্যবধানে জেতা ম্যাচে ফ্রি-কিক থেকে করা গোলটির জন্য মেসি পুসকাস অ্যাওয়ার্ডের ১০ জনের তালিকায় আছেন। নেইমার অসাধারণ এক ভলি থেকে গোলটি করেছিলেন লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে।

একক নৈপুণ্যে সাউলের গোলটি ছিল গত এপ্রিলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে। আর গত বছরের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে অসাধারণ এক ভলি থেকে করা গোলটির জন্য ১০ জনের তালিকায় স্থান পেয়েছেন স্পেনের ফুল-ব্যাক মারিও গাসপার।

বেলজিয়ামের বিপক্ষে ২০১৬ ইউরোর কোয়ার্টার-ফাইনালে দারুণ এক গোলের জন্য তালিকায় জায়গা করে নেন ওয়েলসের হ্যাল রবসন-কানু।

ফুটবলপ্রেমীদের ভোটের মাধ্যমে তিন জনের সংক্ষিপ্ত তালিকা করা হবে। এর পর আরেকবার ভোটের মাধ্যমে জয়ী নির্বাচন করা হবে।

বর্ষসেরা গোলদাতার নাম ঘোষণা করা হবে আগামী ৯ জানুয়ারি ফিফা বর্ষসেরা পুরস্কারের রাতে।

২০০৯ সাল থেকে নিয়মিত ভাবে পুসকাস অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। ১৯৫০ সালে হাঙ্গেরিয়ান অধিনায়ক থাকা গ্রেট ফুটবলার ফ্রেঞ্চ পুসকাসের স্মরণে পুরস্কারটি প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।