ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

প্রথম লেগের সুখস্মৃতি নিয়ে আবারও নামছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
প্রথম লেগের সুখস্মৃতি নিয়ে আবারও নামছে বার্সা ছবি:সংগৃহীত

ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ময়দানে আবারও নামছে বার্সেলোনা। এবার তাদের প্রতিপক্ষ স্কটিশ দশ সেল্টিক। তবে দলটির বিপক্ষে নামার আগে লুইস এনরিক শিষ্যদের বড় অবলম্বনের নাম সুখস্মৃতি। কারণ এই সেল্টিককেই প্রথম লেগের খেলায় ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল মেসি-নেইমার-সুয়ারেজরা।

ঢাকা: ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ময়দানে আবারও নামছে বার্সেলোনা। এবার তাদের প্রতিপক্ষ স্কটিশ দশ সেল্টিক।

তবে দলটির বিপক্ষে নামার আগে লুইস এনরিক শিষ্যদের বড় অবলম্বনের নাম সুখস্মৃতি। কারণ এই সেল্টিককেই প্রথম লেগের খেলায় ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল মেসি-নেইমার-সুয়ারেজরা।

গ্লাসগোর সেল্টিক পার্কে বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় সেল্টিকের মাঠে নামবেন কাতালানরা। পঞ্চম রাউন্ডের ম্যাচের আগে নিজেদের খেলা চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে বার্সা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইংলিশ জায়ান্ট মানচেস্টার সিটি। গ্রুপের বাকি দল বুরুশিয়া মনশেনগ্লাডবাখের পয়েন্ট ৪, অবস্থান তৃতীয় আর চার নম্বরে থাকা সেল্টিকের সংগ্রহ ২ পয়েন্ট।

সেল্টিকের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে বরাবরই ভালো করে থাকে বার্সা। যেখানে দলটির বিপক্ষে শেষ নয়বারের দেখায় সাতটি জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। সেল্টিক সর্বশেষ ২০১২ সালে বার্সার বিপক্ষে জয় পেয়েছিল।

বার্সার সর্বশেষ ৭-০ গোলে জয়ের ম্যাচটি এখন পর্যন্ত এবারের আসরে সবচেয়ে বড় জয়। যেখানে হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন আর্জেন্টাই অধিনায়ক লিওনেল মেসি। জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। এছাড়া একটি করে গোল পান অধিনায়ক ইনিয়েস্তা ও নেইমার। আর দ্বিতীয় লেগের ম্যাচে ‘এমএসএন’ ত্রয়ীর খেলার ব্যাপারটি নিশ্চিত করা হয় ক্লাব থেকে।

সেল্টিক চ্যাম্পিয়নস লিগে নিজেদের শেষ ১২ ম্যাচের মধ্যে আবার নয়টিতেই হার মেনেছে। এমনকি শেষ সাত ম্যাচে তারা জয়হীন। আর এ ম্যাচে যদি তারা হারে, তবে দলটি ইউরোপিয়ান লিগ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে জয়হীন থাকার রেকর্ড গড়বে। বার্সা অবশ্য আসরে নিজেদের শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-১ ব্যবধানে হার মানে।

এ ম্যাচের আগে বার্সা থেকে একটি জায়গায় এগিয়ে আছে সেল্টিক। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে তারা শেষ পাঁচ ম্যাচের চারটিতে জয় ও একটি ম্যাচ ড্র করেছে। আর কাতালান শিবির তিন জয়ের বিপরীতে একটি হার ও সমান ম্যাচে ড্র করেছে।

এদিকে রাতের অপর খেলায় ‘সি’ গ্রুপের আরেক দল সিটি ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে মনশেনগ্ল্যাডবাখকে আতিথিয়েতা জানাবে। রাতে অবশ্য ‘এ’ গ্রুপ থেকে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে আর্সেনাল ও প্যারিস সেন্ট জার্মেই। এছাড়া বায়ার্ন মিউনিখ খেলবে রোস্তভের বিপক্ষে, নাপোলি খেলবে ডায়নামো কিয়েভের বিপক্ষে ও অ্যাতলেটিকো মাদ্রিদ খেলবে পিএসভির বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।