ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড ছবি:সংগৃহীত

য়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এত গোল এর আগে কখনও দেখেনি। ফলে বুরুশিয়া ডর্টমুন্ড বনাম লেগিয়া ওয়ারশ’র ম্যাচে ৮-৪ ব্যবধানে শেষ হওয়ায় এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লো। যেখানে জয় পেয়ে নকআউট পর্ব নিশ্চিত করে জার্মান ক্লাব ডর্টমুন্ড।

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এত গোল এর আগে কখনও দেখেনি। ফলে বুরুশিয়া ডর্টমুন্ড বনাম লেগিয়া ওয়ারশ’র ম্যাচে ৮-৪ ব্যবধানে শেষ হওয়ায় এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লো।

যেখানে জয় পেয়ে নকআউট পর্ব নিশ্চিত করে জার্মান ক্লাব ডর্টমুন্ড।

ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে ১২ গোলের এ ম্যাচে ২৫ মিনিটের মধ্যেই হয় পাঁচটি গোল, এটিও নতুন একটি রেকর্ড। পরে প্রথমার্ধেই হয় সাতটি। আর প্রথমার্ধের ইতিহাসেও এটি রেকর্ড। এদিন প্রথম গোলটি লেগিয়া করলেও প্রথমার্ধে ডর্টমুন্ডই ৫-২ গোলে এগিয়ে ছিল।

এ ম্যাচে ডর্টমুন্ডের হয়ে হ্যাটট্রিক করেন মার্কো রিয়াস। পরে দ্বিতীয়ার্ধে গোল হয় আরও পাঁচটি। যেখানে স্বাগতিকদের তিনটি গোলের বিপরীতে লেগিয়া দেয় আরও দুটি। সব মিলিয়ে এক ডজন গোলে ১৩ বছর আগের রেকর্ড ভাঙল এ ম্যাচ। এর আগে মোনাকো ৮-৩ গোলে হারিয়েছিল দেপোর্তিভোকে।

চ্যাম্পিয়নস লিগ নাম হওয়ার পর এক ম্যাচে এটাই সবচেয়ে বেশি গোলের রেকর্ড। তবে ইউরোপিয়ান কাপ যুগ ধরলে এক ম্যাচে ১৪ গোলও দেখা গিয়েছিল। ১৯৫৯-৬০ আসরে ফেইনুর্দ ১২-২ গোলে হারিয়েছিল আইসল্যান্ডের রিয়াকজাভিককে। আর ১৯৬০ সালের ফাইনালে ফ্রাঙ্কফুর্টকে ৭-৩ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।