ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসি-ম্যানসিটি গুঞ্জনে কান দিচ্ছেন না এনরিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
মেসি-ম্যানসিটি গুঞ্জনে কান দিচ্ছেন না এনরিক ছবি: সংগৃহীত

লিওনেল মেসিকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটির সম্ভাব্য প্রস্তাবের গুঞ্জনে কান দিচ্ছেন না বার্সেলোনা কোচ লুইস এনরিক। বরং সেল্টিকের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সামনে রেখে দলের সেরা অস্ত্রের ফিটনেসের দিকেই দৃষ্টি রাখছেন তিনি।

ঢাকা: লিওনেল মেসিকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটির সম্ভাব্য প্রস্তাবের গুঞ্জনে কান দিচ্ছেন না বার্সেলোনা কোচ লুইস এনরিক। বরং সেল্টিকের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সামনে রেখে দলের সেরা অস্ত্রের ফিটনেসের দিকেই দৃষ্টি রাখছেন তিনি।

বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় ম্যাচটি শুরু হবে। এর আগে গ্রুপ পর্বের প্রথম দেখায় মেসির হ্যাটট্রিকে সেল্টিককে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সা।

সম্প্রতি গুজব রটে, মেসিকে দলে টানতে চান তার সাবেক কোচ পেপ গার্দিওলা। যিনি বায়ার্ন মিউনিখ ছেড়ে এই মৌসুমেই সিটিজেনদের দায়িত্ব কাঁধে নেন। ইংলিশ দৈনিক ‘ডেইলি মিরর’ প্রকাশ করে, মেসির জন্য রেকর্ড ২০০ মিলিয়ন পাউন্ডের অফার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ম্যানসিটি। যদিও এ বিষয়ে অফিসিয়ালি কিছু জানায়নি ইংলিশ জায়ান্টরা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মেসি-ম্যানসিটি ইস্যুতে কথা বলতে মোটেও আগ্রহী ছিলেন না এনরিক, ‘আমি কিছু জানি না। আমার কোনো ধারণা নেই। আমি তাকে আজকে (২৩ নভেম্বর) সকালে দেখেছি। সে খেলতে প্রস্তুত কিনা তা মূল্যায়নে এটা সঠিক সময় নয়। কিন্তু লিও (মেসি) সবসময়ই খেলতে চায়। আমি নিশ্চিত সেল্টিকের মুখোমুখি হতে মেসি প্রস্তুত। সে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছে। ’

অসুস্থতাজনিত কারণে সবশেষ ম্যাচটিতে (১৯ নভেম্বর) খেলতে পারেননি মেসি। তার অনুপস্থিতিতে লা লিগায় মালাগার বিপক্ষে ঘরের মাঠেই গোলশূন্য ড্রয়ের হতাশায় ডোবে কাতালানরা।

প্রসঙ্গত, মেসির সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তির পথে হাঁটছে বার্সা। তবে নতুন প্রস্তাব দেওয়ার আগে তাদের কিছু আর্থিক বাধা পেরোতে হবে। ২০১৮ সালে আর্জেন্টাইন আইকনের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।