ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এল ক্লাসিকোতে ছিটকে গেলেন রিয়াল তারকা বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এল ক্লাসিকোতে ছিটকে গেলেন রিয়াল তারকা বেল গ্যারেথ বেল-ছবি:সংগৃহীত

বার্সেলোনার মাঠে হাইভোল্টেজ ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ শিবিরে উদ্বেগ বয়ে আনলো গ্যারেথ বেলের ইনজুরি। এল ক্লাসিকোতে তার আর খেলা হচ্ছে না। এমনটি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

ঢাকা: বার্সেলোনার মাঠে হাইভোল্টেজ ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ শিবিরে উদ্বেগ বয়ে আনলো গ্যারেথ বেলের ইনজুরি। এল ক্লাসিকোতে তার আর খেলা হচ্ছে না।

এমনটি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

আগামী ৩ ডিসেম্বর (শনিবার) বহুল কাঙ্ক্ষিত বার্সা-রিয়াল ম্যাচ উপভোগ করবে গোটা ফুটবল বিশ্ব। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় খেলা শুরু হবে।

স্পোর্টিং লিসবনের বিপক্ষে মঙ্গলবারের (২২ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগ ম্যাচে অ্যাঙ্কেলে (গোড়ালি) চোট পান বেল। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটেই তার বদলি হিসেবে তরুণ মার্কো অ্যাসেনসিওকে নামান জিদান। বেলের দুঃস্বপ্নের রাতে ২-১ গোলের জয় তুলে নেয় স্প্যানিশ জায়ান্টরা।

ওয়েলস তারকাকে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এছাড়া অস্ত্রপচারেও যেতে হতে পারে তাকে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার সিদ্ধান্ত হবে।

বার্সা বিপক্ষে ম্যাচের পর আরো তিনটি ম্যাচে মাঠের বাইরে থাকবেন বেল। ২৬ নভেম্বর স্পোর্টিং গিজনের বিপক্ষে লিগ ম্যাচ। এর চারদিন পর ঘরের মাঠেই কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিতের লক্ষ্যে কালচারাল লিওনেসার মুখোমুখি হবে গ্যালাকটিকোরা। প্রথম লেগ শেষে ৭-১ গোলে এগিয়ে জিদানের শিষ্যরা।

দলের বড় ধাক্কা হিসেবে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও হারাতে হচ্ছে বেলকে। এদিকে ইনজুরি যদি আরও গুরুতর হয় তবে গ্যালাকটিকোদের ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালেও মাঠের বাইরে থাকতে হতে পারে বেলের।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ক্লাব ও দেশের হয়ে ১৯ ম্যাচে ১১ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন বেল। ২০১৬ ব্যালন ডি’অর জয়ের দৌড়েও আছেন দুর্দান্ত ফর্মে থাকা ২৭ বছর বয়সী উইঙ্গার।

প্রসঙ্গত, লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে বার্সা। লস ব্লাঙ্কসদের সংগ্রহ ১২ ম্যাচে ৯টি জয় ও তিন ড্রয়ে ৩০। কাতালানদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তিনে থাকা সেভিয়া (২৪)।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।