ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

চট্টগ্রামে পয়েন্ট খোয়ালো ঢাকা আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
চট্টগ্রামে পয়েন্ট খোয়ালো ঢাকা আবাহনী ছবি: সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে আবারো পয়েন্ট খুঁইয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নেমে গোলশূন্য ড্র করেছে আবাহনী।

চট্টগ্রাম থেকে: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে আবারো পয়েন্ট খুঁইয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নেমে গোলশূন্য ড্র করেছে আবাহনী।

এবারের লিগে প্রথম পর্বেও ব্রাদার্সের বিপক্ষে জয়হীন ছিল আবাহনী। সেবার ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল প্রতিযোগিতাটির চারবারের চ্যাম্পিয়নদের।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দ্বিতীয় পর্বেও ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় জর্জ কোটানের দলকে।

তবে, ম্যাচের বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল আবাহনী। প্রথমার্ধের যোগ করা সময়ে আবাহনীর প্রাণভোমরা লি টাকের ফ্রি-কিক পোস্টে লেগে ফেরে। ফলে, গোলহীন ভাবেই বিরতিতে যেতে হয় আকাশী-নীল জার্সিধারিদের।

দ্বিতীয়ার্ধেও কোনো গোলের দেখা পায়নি জর্জ কোটানের দল। লিগে ষষ্ঠ ড্র নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

এদিকে, দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচে উড়তে থাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে রুখে দেয় আরামবাগ ক্রীড়া সংঘ। প্রথম লেগের মতো দ্বিতীয় পর্বেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি রহমতগঞ্জ। দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। তবে, ম্যাচে পেনাল্টির সুযোগকে কাজে লাগাতে পারলে পূর্ণ পয়েন্ট নিতে পারতো আরামবাগ। প্রথম পর্বে দুই দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।

১৬ ম্যাচ খেলা আবাহনী সর্বোচ্চ ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই অবস্থান করছে। অপরদিকে, ২২ পয়েন্ট নিয়ে ব্রাদার্সের অবস্থান ষষ্ঠ। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।