ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

২৬ বছরে ম্যানইউর সবচেয়ে বাজে শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
২৬ বছরে ম্যানইউর সবচেয়ে বাজে শুরু ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে কঠিন সময়ই পার করছেন হোসে মরিনহো। প্রিমিয়ার লিগে গত ২৬ বছরে সবচেয়ে বাজে শুরুর নজির গড়েছে রেড ডেভিলসরা। সবশেষ ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট হামের সঙ্গে গোলশূন্য ড্রয়ের হতাশায় ডোবে ম্যানইউ। এ নিয়ে ঘরের মাঠে টানা চারটি লিগ ম্যাচ ড্র করলো মরিনহোর শিষ্যরা।

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে কঠিন সময়ই পার করছেন হোসে মরিনহো। প্রিমিয়ার লিগে গত ২৬ বছরে সবচেয়ে বাজে শুরুর নজির গড়েছে রেড ডেভিলসরা।

সবশেষ ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট হামের সঙ্গে গোলশূন্য ড্রয়ের হতাশায় ডোবে ম্যানইউ। এ নিয়ে ঘরের মাঠে টানা চারটি লিগ ম্যাচ ড্র করলো মরিনহোর শিষ্যরা।

ডেভিড ময়েস ও লুইস ফন গালের অধীনে তিনটি অপ্রত্যাশিত বছর শেষে ২০১৬-১৭ মৌসুমের আগে মরিনহোর শরণাপন্ন হয় ইংলিশ জায়ান্টরা। কিন্তু সাবেক চেলসি কোচও তাদের কক্ষপথে ফেরাতে ব্যর্থ হচ্ছেন।

১৩ ম্যাচ শেষে ম্যানইউর সংগ্রহ ২০ পয়েন্ট। ১৯৯০-৯১ মৌসুমের (সমান ম্যাচে ২১) পর এটিই ‍তাদের সবচেয়ে নড়বড়ে শুরু। শেষ সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই জয়হীন তারা (১ জয়, ৫ ড্র, ১ হার)।

পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চেলসির চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে ম্যানইউ। অবস্থান ষষ্ঠ। চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হওয়ার লড়াইয়ে চার নম্বরে থাকা আর্সেনাল আট পয়েন্টে এগিয়ে। সমান ৩০ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুইয়ে লিভারপুল ও তিনে ম্যানচেস্টার সিটি। পাঁচে টটেনহাম (২৪)।

জয়ে ফেরার চ্যালেঞ্জে ওয়েইন রুনিদের পরবর্তী চ্যালেঞ্জ এভারটন। আগামী শনিবার (৪ ডিসেম্বর) লিভারপুলের গুডিসন পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।