ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

লিগ কাপের সেমিতে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
লিগ কাপের সেমিতে লিভারপুল ছবি: সংগৃহীত

ইংলিশ লিগ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন লিভারপুল। দ্বিতীয় সারির দল লিডস ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে অল রেডসরা।

ঢাকা: ইংলিশ লিগ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন লিভারপুল। দ্বিতীয় সারির দল লিডস ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে অল রেডসরা।

অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে কেউই জালের দেখা পাননি। গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল। ঘরের মাঠে প্রথম গোলের জন্য লিভারপুলকে ৭৬ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়।

পঞ্চাশ হাজার দর্শকের সামনে গোল উদযাপনে মাতেন বেলজিয়ান তরুণ ফরোয়ার্ড ডিভোক অরিগি। ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইয়োর্গেন ক্লপের শিষ্যরা। পাঁচ মিনিট পাদেই ব্যবধান দ্বিগুন করেন বদলি হিসেবে নামা বেন উডবার্ন।

লিভারপুলের জার্সিতে স্বদেশী আইকন মাইকেল ওয়েনের (১৭ বছর ১৪৩ দিন) রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ গোলস্কোরারের নতুন কীর্তি গড়েন উঠতি ইংলিশ ফরোয়ার্ড উডবার্ন (১৭ বছর ৪৫ দিন)।

এদিকে, অপর ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে পা রাখে হাল সিটি। নির্ধারিত সময়ে ১-১ সমতার পর পেনাল্টি শুটআউটে (৩-১) খেলার নিষ্পত্তি ঘটে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।