ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

গোপালগঞ্জে উত্তর বারিধারা-বিজেএমসি ম্যাচ ড্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
গোপালগঞ্জে উত্তর বারিধারা-বিজেএমসি ম্যাচ ড্র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জে জেবি বিপিএল ফুটবল টুর্নামেন্টের ১৮তম রাউন্ডের প্রথম ম্যাচে জয় পায়নি কোনো দলই। উত্তর বারিধারা ক্লাব ও টিম বিজেএমসি’র মধ্যকার বৃহস্পতিবারের (১ ডিসেম্বর) ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে জেবি বিপিএল ফুটবল টুর্নামেন্টের ১৮তম রাউন্ডের প্রথম ম্যাচে জয় পায়নি কোনো দলই। উত্তর বারিধারা ক্লাব ও টিম বিজেএমসি’র মধ্যকার বৃহস্পতিবারের (১ ডিসেম্বর) ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

প্রথমার্ধে কোন দলই গোল করার মতো তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি। দু’একটি আক্রমণ করলেও তা থেকে কোন গোল আসেনি। অনেকটা অগোছালো ফুটবল খেলেছে উভয় দলের খেলোয়াড়রা। তবে, খেলার দ্বিতীয়ার্ধে টীম বিজেএমসি বেশ কয়েকটি সুযোগ তৈরী করেও গোল করতে ব্যর্থ হয়।

গোপালগঞ্জে ১৮তম রাউন্ডের শুভ উদ্বোধন করেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এ সময় সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান তরফদার মোঃ রুহুল আমিন, জেলা আওয়ামীলীগ সভাপতি চৌধুরী ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খন্দকার নাসিরউদ্দিন, গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম বি সাইফ (বি মোল্লা), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ইলিয়াস হোসেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আনিসুজ্জামান সজীব।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।