ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টাঙ্গাইলের ধনবাড়ির বাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে।

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টাঙ্গাইলের ধনবাড়ির বাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে।

বঙ্গবন্ধু গোল্ডকাপে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় টাঙ্গাইলের নাগরপুরের আরড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে এবং বঙ্গমাতা গোল্ডকাপে টাঙ্গাইলের ধনবাড়ির বাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে নরসিংসী সদরের ছগরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ঢাকা বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি।

এর আগে দুপুরে তিনি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন-ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ইন্দু ভুষণ দেব, এএসপি (সার্কেল) মো. আমীনুল ইসলাম, টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র মির্জা আহম্মেদ হোসেন মির্জা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহা. শাহ আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাঈফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।