ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

তারকাবিহীন রিয়ালের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
তারকাবিহীন রিয়ালের বড় জয় খেলার কয়েকটি মুহূর্ত-ছবি:সংগৃহীত

কোপা দেল রে’র ম্যাচে দলের মূল তারকাদের ছাড়াও জয় ছিনিয়ে নিল রিয়াল মাদ্রিদ। জেমস রদ্রিগেজের জোড়া গোলে সেভিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় জিনেদিন জিদানের শিষ্যরা। দলের হয়ে অন্য গোলটি করেন রাফায়েল ভারানে। আর জিদানের কোচিংয়ের এক বছর উদযাপনটা ভালোই করলো গ্যালাকটিকোরা।

বুধবার রাতে ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর ম্যাচে শক্তিশালী সেভিয়াকে আতিথিয়েতা জানায় রিয়া। তবে এ ম্যাচে স্বাগতিকদের হয়ে বিশ্রামে ছিলেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

এছাড়া ইনজুরির কারণে ছিলেন না গ্যারেথ বেল ও নিয়মিত অধিনায়ক সার্জিও রামোস।

তারকা ছাড়া মাঠে নামলেও তাদের অভাব এদিন টের পাওয়া যায়নি। খেলার ১১ মিনিটেই কলম্বিয়ান মিডফিল্ডার রদ্রিগেজ দলকে এগিয়ে দেন। আর ২৯ মিনিটে ভারানে লিড দ্বিগুন করেন। তবে ম্যাচের প্রথমার্ধের এক মিনিট আগে স্বাগতিক শিবিরকে আরেকটি গোল উপহার দেন রদ্রিগেজ। এবার অবশ্য তার গোলটি আগে পেনাল্টি থেকে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়াল আরও বেশ কয়েকটি প্রচেষ্টা চালায়। আক্রমণ রচনা করে সেভিয়াও। তবে আর কোনো গোলের দেখা না মিললে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জিদান শিষ্যরা।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ০৫ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।