ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রিডিংকে উড়িয়ে চতুর্থ রাউন্ডে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
রিডিংকে উড়িয়ে চতুর্থ রাউন্ডে ম্যানইউ রিডিংকে উড়িয়ে চতুর্থ রাউন্ডে ম্যানইউ/ছবি: সংগৃহীত

এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেড। অপেক্ষাকৃত দুর্বল দল রিডিংকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে হোসে মরিনহোর শিষ্যরা তৃতীয় রাউন্ড শেষ করেছে।

নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ম্যানইউয়ের হয়ে গোল করেন ওয়েইন রুনি, অ্যান্থোনি মার্শাল আর মার্কাস রাশফোর্ড। রাশফোর্ড জোড়া গোল করেন।

ম্যাচের সপ্তম মিনিটে লিড নেয় ম্যানইউ। হুয়ান মাতার অ্যাসিস্ট থেকে গোলটি করেন ওয়েইন রুনি। দলের দ্বিতীয় গোলটি করেন মার্শাল। ১৫তম মিনিটে রুনির সহায়তায় গোলটি করেন তিনি। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর আরও দুটি গোল আসে ম্যানইউ শিবিরে। দুটি গোলই করেন রাশফোর্ড। ম্যাচের ৭৫ মিনিটের মাথায় মাইকেল ক্যারিকের অ্যাসিস্ট থেকে প্রথম গোল করেন তিনি। আর খেলার ৭৯ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ০৭ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।