ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আলীর পেছনে ছুটছে রিয়াল-বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
আলীর পেছনে ছুটছে রিয়াল-বার্সা রিয়াল-বার্সার ড্যালি আলীকে পাওয়ার লড়াই/ছবি: সংগৃহীত

টটেনহাম ছেড়েই ২০১৩ সালে সে সময়ের ট্রান্সফার ফি’র রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন গ্যারেথ বেল। বর্তমানে ইংলিশ ক্লাবটির অন্যতম প্রতিভাবান খেলোয়াড় ড্যালি আলী। ২০ বছর বয়সী মিডফিল্ডারকে দলে ভেড়াতে উঠেপড়েই লেগেছে গ্যালাকটিকোরা। কিন্তু, আলীকে পাওয়ার রেসে লস ব্লাঙ্কসদের লাগাম টেনে ধরতে প্রস্তুত চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মিরর’র বরাত দিয়ে গোল ডট কম বলছে, দলবদলের বাজারে দুই স্প্যানিশ জায়ান্টেরই টার্গেট এখন তরুণ আলী। যদিও সাম্প্রতিক সময়ে উঠতি ইংলিশ তারকার সান্তিয়াগো বার্নাব্যুতে পাড়ি জমানোর জোরালো গুঞ্জন উঠেছিল।

সে যাই হোক, রিয়ালকে বার্সার সঙ্গে লড়াইয়ে নামতে হচ্ছে। সম্ভাবনাময় আলীর খেলায় মুগ্ধ লা লিগা চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত হোয়াইট হার্ট লেন অধ্যায়ের ইতি টানলে দুই বিশ্বসেরা ক্লাবের মধ্যে কোনটিকে বেছে নেবেন সেটিই এখন দেখার বিষয়!

জানা যায়, ড্যালি ‍আলীকে পেতে ট্রান্সফার ফি’র প্রস্তাবটা ৭০ মিলিয়ন পাউন্ডে ঠেকতে পারে। যদিও কোনো ‍পক্ষই এখনো অফিসিয়ালি কিছু জানায়নি। কিন্তু সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সত্যি হয়ে গেলেও অবাক হওয়ার কিছু হবে না। রিয়াল-বার্সার মনস্তাত্ত্বিক লড়াই বলে কথা!

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ৮ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।