ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মাঠে নামছে মেসি-নেইমার-সুয়ারেজরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
মাঠে নামছে মেসি-নেইমার-সুয়ারেজরা বার্সার প্রতিপক্ষ ভিয়ারিয়াল/ছবি: সংগৃহীত

চলমান স্প্যানিশ প্রিমিয়ার লিগের ১৭তম রাউন্ডে মাঠে নামতে যাচ্ছে মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সেলোনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। প্রতিপক্ষের মাঠে আতিথ্য নেবে মেসি বাহিনী। রোববার (০৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে দুইটায় মাঠে নামবে কাতালানরা।

পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে মাঠের লড়াইয়ে নামবে বার্সা। ১৬ ম্যাচ শেষে মেসি-নেইমারদের অর্জন ৩৪ পয়েন্ট।

এক ম্যাচ বেশি খেলা সেভিয়া বার্সার থেকে ২ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান নিয়েছে। আর বার্সার সমান ১৬ ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট সর্বোচ্চ ৪০, অবস্থান শীর্ষে।

ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে সবশেষ খেলা ৫ ম্যাচের চারটিতেই জিতেছে মেসি বাহিনী। কোপা দেল রে’র সবশেষ ম্যাচে অ্যাতলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বার্সা। এদিকে, নিজেদের সবশেষ ৫ ম্যাচে তিনটিতে টানা জিতে শেষ দুটি ম্যাচের একটিতে ড্র আর একটিতে পরাজয় বরণ করেছে ভিয়ারিয়াল।

লা লিগার চলমান আসরে বার্সা তিন নম্বরে থাকলেও ভিয়ারিয়াল খুব বেশি পিছিয়ে নেই। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে দলটি। চারে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদ এক ম্যাচ বেশি খেলে সংগ্রহ করেছে ৩১ পয়েন্ট।

বার্সা-ভিয়ারিয়াল সবশেষ ৫ ম্যাচের মুখোমুখি দেয়ায় চারবার জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। বাকি ম্যাচটি ড্র হয়। তবে, ১৪ ম্যাচের মুখোমুখি দেখায় কোনোবারই জেতেনি ভিয়ারিয়াল। চারটি ম্যাচ ড্র করতে পারলেও বাকি ১০টি ম্যাচেই হেরেছে দলটি। লিগের শেষ ১১ অ্যাওয়ে ম্যাচের ৯টিতেই জিতেছে লুইস এনরিকের বার্সা। একটি ম্যাচ ড্র করে। আর সবশেষ গত অক্টোবরে সেল্টাভিগোর মাঠে ৪-৩ গোলে হেরেছিল বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিকে, ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বার্সা। দলে রয়েছেন টার স্টেগেন, ম্যাসিপ, জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস, ডেনিস সুয়ারেজ, আরদা তুরান, আন্দ্রেস ইনিয়েস্তা, লুইস সুয়ারেজ, লিওনেল মেসি, নেইমার, রাফিনহা, মাশ্চেরানো, প্যাকো আলকাসের, জরদি আলবা, লুকাস ডিগনে, সার্জি রবার্তো, আন্দ্রে গোমেজ এবং স্যামুয়েল উমতিতি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।