ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

তরুণ ফুটবলারদের সংবর্ধনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
তরুণ ফুটবলারদের সংবর্ধনা তরুণ ফুটবলারদের সংবর্ধনা/ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুপার মক কাপ থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলের দারুণ সাফল্য নিয়ে ফেরায় কিশোর ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে দলটির পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপ।

ভালো খেলেও সুপার মক কাপের কাপ পর্বে উঠা হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ যুবাদের। গ্রুপের দ্বিতীয় ম্যাচে জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্টালের কাছে ২-১ গোলে হেরে ছিটকে যায় প্রতিযোগিতার নক-আউট পর্বেই।

রোববার (০৮ জানুয়ারি) ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার।

.আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি বাদল রায়।

মক কাপের প্লেট পর্বে চ্যাম্পিয়ন উঠতি ফুটবলারদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে পুরস্কার দিয়েছে ম্যাক্স গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।