ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেষ ম্যাচেও জয় পায়নি টিএন্ডটি ক্লাব-পুলিশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
শেষ ম্যাচেও জয় পায়নি টিএন্ডটি ক্লাব-পুলিশ শেষ ম্যাচেও জয় পায়নি টিএন্ডটি ক্লাব-পুলিশ/ছবি: সংগৃহীত

মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে রোববার (০৮ জানুয়ারি) নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় টিএন্ডটি ক্লাব মতিঝিল ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। লিগের শেষ রাউন্ডের ম্যাচেও জয় পায়নি দল দুটি।

১-১ গোলের ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে তাদের চ্যাম্পিয়নশিপ লিগ।  

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৩৬ মিনিটে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কমল বড়ুয়া গোল করে এগিয়ে নেন দলকে।

তার গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় পুলিশ ফুটবল ক্লাব।

বিরতির পর ম্যাচের ৬৩ মিনিটে টিএন্ডটি ক্লাবের মহিউদ্দিন রাসেল গোল করে ম্যাচে সমতা ফেরান। বাকি সময়ে আর এই সমতা ভাঙেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে উভয় দল।

এ ড্রয়ের ফলে ১৪ ম্যাচের ৪টিতে জয়, ৬টিতে ড্র ও ৪টিতে হেরে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করল বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। অন্যদিকে ১৪ ম্যাচের ৪টি জিতে, ৫টি ড্র করে ও ৫টিতে হেরে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করেছে টিএন্ডটি ক্লাব মতিঝিল।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।