ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফিফপ্রো বর্ষসেরা একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
ফিফপ্রো বর্ষসেরা একাদশ সুইজারল্যান্ডের জুরিখে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের জুরিখে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ এ ঘোষণা করা হলো বর্ষসেরা একাদশ। একাদশে বার্সেলোনার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারের  জায়গা হয়নি। একই ক্লাব থেকে আছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা। আরও আছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

সোমবার (৯ জানুয়ারি) রাতে সুইজারল্যান্ডের জুরিখে টিপিসি স্টুডিওতে মূল অনুষ্ঠানে জানানো হয় ফিফপ্রো বর্ষসেরা একাদশ।

নেইমার ছাড়াও আরো দুই হাই-প্রোফাইল খেলোয়াড় পল পগবা ও জিয়ানলুইজ বুফনও ২০১৬ সালের সেরা টিমে সুযোগ পাননি।

গত ডিসেম্বরে ৫৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। যেখানে পাঁচজন গোলরক্ষক, ২০ জন ডিফেন্ডার, ১৫ জন মিডফিল্ডার ও ১৫ জন ফরোয়ার্ডকে মনোনীত করা হয়।

গত বছর রেকর্ড ট্রান্সফার ফি’তে (১১০ মিলিয়ন ইউরো) জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন করেন পগবা। ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ের আসনে বসেন ফ্রেঞ্চ মিডফিল্ডার। কিন্তু, একটি সূত্র জানায় মাত্র দুই ভোটের ব্যবধানে একাদশের বাইরে থাকেন পগবা।

পগবার সাবেক জুভেন্টাস সতীর্থ বুফনের ২০১৬ সালটা অসাধারণ কেটেছে। কিন্তু একাদশে জায়গা করে নিতে পারেননি ৩৮ বছর বয়সী বিশ্বকাপ জয়ী ইতালিয়ান গোলরক্ষক। জানা যায়, তিনি বিশ্বের দ্বিতীয় গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন।

বার্সার হয়ে ঘরোয়া ডাবল (লা লিগা ও কোপা দেল রে) ও ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক গোল্ড এনে দেন নেইমার। এতোসব অর্জনও তাকে সেরা তিন ফরোয়ার্ডের মধ্যে রাখতে পারেনি।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী পেশাদার ফুটবলারদের প্রতিনিধি সংগঠন ফিফপ্রো (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব প্রফেশনাল ফুটবলারস)। ৬৯টি দেশের মোট ২৬ হাজার ৫১৬ জন খেলোয়াড় ফিফা ফিফপ্রো একাদশের জন্য ভোট দিয়েছেন। যা গত বছরের রেকর্ড ২৬ হাজার ৫৩০ ভোট থেকে মাত্র ১৪টি কম।

ফিফপ্রো একাদশের জন্য বিবেচনা করা হয়েছে একজন খেলোয়াড়ের ১ ডিসেম্বর ২০১৫ থেকে ২৮ নভেম্বর ২০১৬ পর্যন্ত পারফরম্যান্স।

২০০৫ সাল থেকে প্রতি বছর ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশ নির্বাচিত হয়ে আসছে। টিমের লাইনআপ সাজানো হয় ৪-৩-৩ ফর্মেশনে।

গতবারের বর্ষসেরা একাদশ: ম্যানুয়েল নয়্যার, দানি আলভেজ, সার্জিও রামোস, থিয়াগো সিলভা, মার্সেলো, পল পগবা, লুকা মডরিচ, আন্দ্রেস ইনিয়েস্তা, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমার।

এবারের বর্ষসেরা একাদশ: গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার।

ডিফেন্ডার: দানি আলভেজ, জেরার্ড পিকে, সার্জিও রামোস এবং মার্সেলো।

মিডফিল্ডার: লুকা মডরিচ, টনি ক্রুস এবং আন্দ্রেস ইনিয়েস্তা।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং ক্রিস্টিয়ানো রোনালদো।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৭
এমআরপি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।