ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফুটবল জাদুকর আব্দুল হালিমের নৈপুণ্য প্রদর্শন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
ফুটবল জাদুকর আব্দুল হালিমের নৈপুণ্য প্রদর্শন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোরা বল পায়ে জাদু দেখান। আর ফুটবল মাথায় নিয়ে জাদু দেখাতে বেশ পারদর্শী মাগুরার আব্দুল হালিম।

ফুটবল মাথায় নিয়ে আবদুল হালিম গড়েছেন দুটি বিশ্বরেকর্ড। বিশ্বে উজ্জ্বল করেছেন দেশের ভাবমূর্তি।

তিন দিনব্যাপী উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে মঙ্গলবার (১০ জানুয়ারি) ঝিনাইদহ উন্নয়ন মেলায় তিনি প্রদর্শণ করেন তার ক্রীড়া নৈপুণ্য।

মাথায় বল নিয়ে জার্সি পাল্টানো, সাইকেল চালানো, দুই হাতে দুটি বল নিয়ে দুটি বলের উপর দাঁড়ানো, দর্শকদের হাততালির সাথে সাথে হেড দেওয়াসহ ১৬ প্রকার নৈপুণ্য প্রদর্শণ করেন তিনি। তার এই নৈপুণ্য উপভোগ করে উপস্থিত দর্শকরা।

আব্দুল হালিম জানান, ২০১১ সালে বল মাথায় নিয়ে টানা ১৫.২ কিলোমিটার পথ হেঁটে বিশ্বরেকর্ড গড়েছিলেন। এরপর ২০১৫ সালের নভেম্বরে আরো একটি রেকর্ড গড়েন তিনি। নতুন আরও একটি রেকর্ড গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এজন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন আব্দুল হালিম।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।