ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পঞ্চমবারের মতো ক্রোয়েশিয়ার বর্ষসেরা মডরিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
পঞ্চমবারের মতো ক্রোয়েশিয়ার বর্ষসেরা মডরিচ পঞ্চমবারের মতো ক্রোয়েশিয়ার বর্ষসেরা ফুটবলার হয়েছেন মডরিচ (ফাইল ফটো)

প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তারকা ইভান রাকিটিচের কাছ থেকে অ্যাওয়ার্ড পুনরুদ্ধার করেছেন রিয়াল মাদ্রিদের লুকা মডরিচ। পঞ্চমবারের মতো ক্রোয়েশিয়ার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ৩১ বছর বয়সী এ মিডফিল্ডার।

এর আগে ২০০৭, ২০০৮, ২০১১ ও ২০১৪ সালে সেরার আসনে বসেছিলেন মডরিচ। কিন্তু, স্বদেশী বার্সা মিডফিল্ডার রাকিটিচের কাছে ২০১৫ সালে নিজের শ্রেষ্ঠত্ব হারান।

সে যাই হোক, এক বছরের বিরতিতে মর্যাদাপূর্ণ পুরস্কারটি ফিরে পেয়েছেন।

গত বছর রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোতে ক্রোয়েশিয়ার অপরিহার্য সদস্য ছিলেন মডরিচ। ফিফা ক্লাব বিশ্বকাপ জেতার মধ্য দিয়ে ২০১৬ সালকে বিদায় জানান। সব মিলিয়ে গেল বছরটা দুর্দান্তই কাটে।

ভোটিংয়ে ১১০ পয়েন্ট পেয়ে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মডরিচ। এর পরেই রাকিটিচ (৮০) ও জুভেন্টাস স্ট্রাইকার মারিও মান্দজুকিচের (৭৬) অবস্থান।

একমাত্র ডেভর সুকার মডরিচের চেয়ে বেশিবার এমন স্বীকৃতি পেয়েছেন। খেলোয়াড়ী জীবনে সাবেক এ স্ট্রাইকার ছয়বার দেশের সেরা ফুটবলার হওয়ার গৌরব অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।