ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বার্সার রেকর্ড ভেঙে রিয়ালের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
বার্সার রেকর্ড ভেঙে রিয়ালের ইতিহাস ছবি: সংগৃহীত

স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস গড়লো রিয়াল মাদ্রিদ। সেভিয়ার মাঠে ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে পিছিয়ে থেকেও ৩-৩ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা। শেষ ষোলোর দুই লেগ শেষে ৬-৩ অ্যাগ্রিগেটে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে পা রাখে গ্যালাকটিকোরা।

করিম বেনজেমার অন্তিম মুহূর্তের গোলে হার এড়ায় রিয়াল। এর মধ্য দিয়ে রেকর্ড-বুকে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে স্প্যানিশ জায়ান্টরা।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪০ ম্যাচে অপরাজেয় থেকে বার্সেলোনার রেকর্ড ছাড়িয়ে গেছে লস ব্লাঙ্কসরা।

ফিরতি পর্বের ম্যাচেও দলের সেরা অস্ত্র ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রাম দেন জিদান। তার সঙ্গী হন ক্রোয়েশিয়ার বর্ষসেরা লুকা মডরিচ। মূলত, প্রথম লেগের ফলাফলেই আস্থা রাখেন ফ্রেঞ্চ কিংবদন্তি। কিন্তু, সেভিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সে হারের দ্বারপ্রান্তেই চলে গিয়েছিল ভিজিটররা। আরেকটু হলেই বার্সার সঙ্গে রেকর্ড ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হতো।

খেলা শুরুর ১০ মিনিটেই ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলোর আত্মঘাতী গোলের সুবাদে লিড নেয় সেভিয়া। দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটের মাথায় রিয়ালকে ম্যাচে ফেরান মার্কো এসেনসিও। ৫৩ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ফরোয়ার্ড স্টিভেন জোভোটিক। ৭৭ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন স্প্যানিশ মিডফিল্ডার ইবোরা।

ম্যাচে তখন ৪-৩ অ্যাগ্রিগেটে (দুই লেগ মিলিয়ে) এগিয়ে রিয়াল। আর একটি গোল করলেই অ্যাওয়ে গোলের সুবাদে কোয়ার্টার নিশ্চিত হতো সেভিয়ার। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে স্বস্তি এনে দেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। আর ইনজুরি সময়ের শেষ মিনিটে স্বাগতিকদের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন ফ্রেঞ্চ তারকা বেনজেমা।  

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।