ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

১১ দিনে তৃতীয়বার সেভিয়ার মুখোমুখি রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
১১ দিনে তৃতীয়বার সেভিয়ার মুখোমুখি রিয়াল রিয়াল-সেভিয়া ম্যাচের মুহূর্ত/ছবি: সংগৃহীত

কোপা দেল রের শেষ ষোলোর দুই লেগের পর এবার লিগ ম্যাচে সেভিয়ার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ১১ দিনে তৃতীয়বার একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে জিনেদিন জিদানের শিষ্যরা।

রোববার (১৫ জানুয়ারি) সেভিয়ার হোম ভেন্যুতে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় ম্যাচটি শুরু হবে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার রেকর্ড ভেঙে টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকার ইতিহাস গড়া রিয়াল জয় ভিন্ন কিছুই ভাবছে না।

দু’দিন আগে সেভিয়ার মাঠে ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচটিতে পিছিয়ে থেকেও ৩-৩ ব্যবধানের ড্রয়ে নতুন রেকর্ড গড়েই মাঠ ছাড়ে গ্যালাকটিকোরা। ৬-৩ অ্যাগ্রিগেটে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে পা রাখে লস ব্লাঙ্কসরা। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত (৫ জানুয়ারি) প্রথম লেগে ৩-০ গোলের জয়ে আগেই শেষ আটে এক পা দিয়ে রেখেছিল রিয়াল।

সেভিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচে বিশ্রামে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোকে লিগ ম্যাচের জন্য ঘোষিত ১৯ সদস্যের স্কোয়াডে রেখেছেন জিদান। তার সঙ্গে আক্রমণভাগে রয়েছেন করিম বেনজেমা, লুকাস ভাজকুয়েজ, মারিয়ানো ও আলভারো মোরাতা। ইনজুরির কারণে দলের বাইরে গ্যারেথ বেল।

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারী রিয়ালের সংগ্রহ ১৬ ম্যাচে ৪০। দুই ম্যাচ বেশি খেলা বার্সা দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্টে তিনে সেভিয়া।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।