ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সোসিয়েদাদের মাঠে ১০ বছর পর বার্সার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
সোসিয়েদাদের মাঠে ১০ বছর পর বার্সার জয় রিয়াল সোসিয়েদাদের মাঠে ১০ বছর পর বার্সার জয়/ছবি: সংগৃহীত

অ্যানোয়েতা অভিশাপের সমাপ্তি টেনেছেন নেইমার! রিয়াল সোসিয়েদাদের মাঠে দীর্ঘ ১০ বছর পর জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ব্রাজিলিয়ান আইকনের একমাত্র গোলে ১-০ ব্যবধানের ফলাফলে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

এর আগে সেখানে আগের আটটি ম্যাচেই জয়হীন থাকে কাতালানরা। সবশেষ সাফল্য আসে ২০০৭ সালে।

বার্সার জয়ের রাতে কাতালান শিবিরে চিন্তার ভাঁজ ফেলছে আন্দ্রেস ইনিয়েস্তার ইনজুরি। পায়ে চোট পাওয়ায় দ্বিতীয়ার্ধে স্প্যানিশ কিংবদন্তিকে আর মাঠে নামাননি কোচ এনরিক। ইনজুরি কতটা গুরুতর সে বিষয়ে এখনো কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।  

সোসিয়েদাদের হোম ভেন্যু অ্যানোয়েতা স্টেডিয়ামে খেলা শুরুর ২১ মিনিটে লিড নেয় বার্সা। ডি-বক্সের বাম প্রান্তে নেইমারকে ট্যাকলের খেসারতই দেয় স্বাগতিকরা। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পক কিক থেকে বল জড়িয়ে সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান ব্রাজিলিয়ান সেনসেশন।

এক গোলেই ম্যাচের নিষ্পত্তি ঘটে। গোল পাননি নেইমারের আক্রমণভাগের সঙ্গী লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। সমতায় ফিরতে মরিয়া সোসিয়েদাদের খেলোয়াড়রা ভিজিটরদের জালে বল পাঠাতে ব্যর্থ হন।

ন্যু ক্যাম্পে ফিরতি পর্বের ম্যাচের আগে শেষ চারের পথে সুবিধাজনক অবস্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগামী বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ২টায় সেমি নির্ধারণী ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।