ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দ্বিতীয়ধাপের ক্যাম্পে ২৮ ফুটবলার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
দ্বিতীয়ধাপের ক্যাম্পে ২৮ ফুটবলার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আগামী মার্চে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও ডিসেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দল গঠনের লক্ষ্য নিয়ে ৬২ জন ফুটবলার নিয়ে দুই ভাগে কন্ডিশনিং ক্যাম্প আয়োজন করেছিল বাফুফে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) গত ২২ জানুয়ারি থেকে শুরু হয় সিনিয়র ফুটবলারদের ফিটনেস ও কন্ডিশনিং ক্যাম্প।

দ্বিতীয় ধাপে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ট্রেনিং ক্যাম্প। ডাক পাওয়া ২৯ জন ফুটবলারদের মধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন ২৮ জন।

বেশির ভাগ ফুটবলারকেই বেছে নেওয়া হয়েছে তরুণ খেলোয়াড় হিসেবে। অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি গোলরক্ষক মাকসুদুর রহমান।

এর আগে প্রথমধাপের ১২ দিনব্যাপী ফিটনেস ক্যাম্প শেষ হয়েছে। জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলারদের ফিটনেস নিয়ে যে শঙ্কা ছিল তা কেটে গেছে অনেকটাই।

বিকেএসপিতে প্রথম ভাগে ক্যাম্পে ডাকা হয়েছিল সিনিয়র ৩৩ ফুটবলারকে। ক্যাম্পে যোগ দিয়েছিলেন ৩০ জন। অসুস্থতার কারণে নাবীব নেওয়াজ জীবন ও রনি ইসলাম যোগ দেননি। চোট পেয়ে ক্যাম্প থেকে চলে যেতে হয় আতিকুর রহমান ফাহাদকে। জামাল ভূঁইয়া ডেনমার্কে অবস্থান করায় ক্যাম্পে যোগ দেননি।

বঙ্গবন্ধু গোল্ডকাপে দুটি দল খেলানোর লক্ষ্য নিয়ে ক্যাম্পে মোট ৬২ জনকে ডেকেছে বাফুফে।

জাতীয় দলের ক্যাম্পের কোচের দায়িত্বে থাকা সৈয়দ গোলাম জিলানী ফিটনেস নিয়ে সন্তুষ্টির কথাই জানিয়েছেন। অল্প সময়ের জন্য হলেও ফিটনেস ক্যাম্প খেলোয়াড়দের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে বলে জানান ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। কোচিং স্টাফ হিসেবে তাদের সঙ্গে রয়েছেন দুই বিদেশি জন হোয়াইট (স্ট্রেন্থ এ্যান্ড কন্ডিশনিং কোচ) ও রায়ান ডেভিড স্ট্যামফোর্ড (গোলরক্ষক কোচ)। ক্যাম্পের সমম্বয়ক হিসেবে রয়েছেন বাফুফের টেকনিক্যাল এন্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্কলি।

ক্যাম্প থেকে বেরুনোর পর আগামী ১৮ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে খেলবেন ফুটবলাররা।  

দ্বিতীয় ধাপের ক্যাম্পে ডাক পাওয়া ২৯ ফুটবলার: মাকসুদুর রহমান, নাঈম, সবুজ দাস রঘু, আনিসুর রহমান জিকু, আরিফুল ইসলাম (জুনিয়র), বিশ্বনাথ ঘোষ, শওকত রাসেল, কেষ্ট কুমার বোস, টুটুল হোসেন বাদশা, মনজুরুর রহমান মানিক, জালাল মিয়া, মনসুর আমিন, শাকিল আহমেদ, সবুজ, মেহবুব হাসান নয়ন, ফজলে রাব্বি, রুমন হোসেন, শুশান্ত ত্রিপুরা, শাহেদুল আলম শাহেদ, দিদারুল আলম, ওমর ফারুক বাবু, শাহেদুল আলম শাহেদ, শাহদাত হোসেন শাহেদ, সারোয়ার জামান নিপু, মান্নাফ রাব্বি, মতিন মিয়া, ওউশি মং, সাদ উদ্দিন ও সোহেল রানা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।