ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আর্সেনালকে হারালো স্বাগতিক চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
আর্সেনালকে হারালো স্বাগতিক চেলসি ছবি: সংগৃহীত

চলমান ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় তুলে নিয়েছে শীর্ষে থাকা চেলসি। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়েছে ব্লুজরা।

এ জয়ের ফলে ২৪ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট বেড়ে দাঁড়ালো সর্বোচ্চ ৫৯। আর্সেনালের সংগ্রহ ২৪ ম্যাচে ৪৭, অবস্থান তিন নম্বরে।

এক ম্যাচ কম খেলা টটেনহামের অর্জন ৪৭ পয়েন্ট, অবস্থান দুইয়ে।

ঘরের মাঠে স্বাগতিক চেলসিকে এগিয়ে নেন মার্কোস অলোনসো। ১৩ মিনিটের মাথায় ১-০ গোলের লিড নেয় স্বাগতিকরা। প্রথমার্ধে এই ব্যবধানে লিড রেখে বিরতিতে যায় চেলসি।

বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটের মাথায় এডেন হ্যাজার্ডের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। বেলজিয়াম তারকার পর দলের তৃতীয় গোলটি করেন সেস ফ্যাব্রেগাস। ৩-০ গোলে এগিয়ে থাকা চেলসির জালে একবার বল জড়িয়ে দেয় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

খেলার শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন অলিভার জিরুদ। গানারদের হারতে হয় ৩-১ গোলের ব্যবধানে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।