ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দুই ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন ইকার্দি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
দুই ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন ইকার্দি মাউরো ইকার্দি/ছবি: সংগৃহীত

রেফারিকে লক্ষ্য করে বল কিক করার অপরাধে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। জুভেন্টাসের মাঠে ১-০ গোলে হেরে যাওয়া হাইভোল্টেজ ম্যাচটিতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

শুধু তাই নয়, ইকার্দির ক্লাব সতীর্থ মিডফিল্ডার ইভান পেরিসিককেও দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ইনজুরি সময়ে পেনাল্টির আবেদন নাকচ করার পর আপত্তিকর ভাষায় কথা বলায় তাকে সরাসরি লাল কার্ড দেখান অভিজ্ঞ রেফারি নিকোলা রিজ্জোলি।

২৩ বছর বয়সী ইকার্দিকে অবশ্য কোনো কার্ড দেখানো হয়নি। বলে কিক নিলেও তা অল্পের জন্য ম্যাচ অফিসিয়ালের গায়ে লাগেনি। তবে ইন্টার অধিনায়ককে এমন আচরণের জন্য ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

আগামী ১২ ও ১৯ ফেব্রুয়ারি যথাক্রমে এম্পোলি ও বোলোগনার বিপক্ষে ম্যাচ দু’টি মিস করবেন দু’জন। ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে কি করবে না সে বিষয়টি বিবেচনা করছে তারা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।