ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

মেসির সামনে অনন্য মাইলফলকের হাতছানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
মেসির সামনে অনন্য মাইলফলকের হাতছানি মেসির সামনে অনন্য মাইলফলকের হাতছানি/ছবি: সংগৃহীত

বার্সেলোনার জার্সিতে ৪০০তম জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে লিওনেল মেসি। অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে এ অনন্য মাইলফলক ছোঁয়ার হাতছানি! লেগানেসের বিপক্ষে সবশেষ লিগ ম্যাচটিতে জোড়া গোল করে জয়ের সংখ্যাটা ৩৯৯-এ নিয়ে যান আর্জেন্টাইন আইকন।

২০০৪ সালে অভিষেকের এখন পর্যন্ত ৫৬৫ ম্যাচ খেলেছেন মেসি। বেশিরভাগ ম্যাচেই জয় উদযাপন করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

৩৯৯টি জয়ের পথে বার্সাকে ২৯টি শিরোপা এনে দিতে রাখেন অনবদ্য ভূমিকা। যার মধ্যে রয়েছে আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি।

বলা বাহুল্য, মেসির সবচেয়ে প্রিয় শিকার অ্যাতলেতিকো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে ২৬টি গোল করেছেন। এর পরেই রিয়াল মাদ্রিদ (২১) ও সেভিয়া (২১)। ২০১৭ সালে এরই মধ্যে ১৪ ম্যাচে ১১টি গোল করেছেন। বর্তমানে শুধুমাত্র লা লিগা নয়, ইউরোপের নাম্বার ওয়ান গোলস্কোরার তিনি। যথাক্রমে ১৯, ৩৩।

আগামী রোববার (২৬ ফেব্রুয়ারি) অ্যাতলেতিকোর মুখোমুখি হবে বার্সা। বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। অ্যাতলেতিকোর বিপক্ষে জয়হীন থাকলে ঘরের মাঠে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পাবেন লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি।

বার্সার পরের তিনটি ম্যাচই ন্যু ক্যাম্পে। ঘরোয়া লিগে স্পোর্টিং গিজন, সেল্টা ভিগোর পর চ্যাম্পিয়নস লিগের বাঁচা-মরার লড়াইয়ে পিএসজির মুখোমুখি হবে কাতালানরা। প্যারিসে অনুষ্ঠিত শেষ ষোলোর লেগে ৪-০ গোলে হারের লজ্জায় ডোবে স্প্যানিশ জায়ান্টরা।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।