ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

শীর্ষস্থান মজবুত করলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
শীর্ষস্থান মজবুত করলো জুভেন্টাস ছবি:সংগৃহীত

ইতালিয়ান সিরিয়া লিগে এমপোলিকে ২-০ গোলে হারালো জুভেন্টাস। আর এ জয়ের ফলে লিগ টেবিলের নিজেদের শীষস্থান আরও মজবুত করলো ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। দলের হয়ে একটি গোল করেন অ্যালেক্স সান্দ্রো। অপর গোলটি আসে আত্মঘাতি গোলের মাধ্যমে।

তুরিনে ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে এদিন প্রথমার্ধ কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে লুকাসজ স্কোরোপস্কির আত্মঘাতি গোলের সুবাদে এগিয়ে যায় হিগুইনরা।

আর ৬৫ মিনিটে সান্দ্রো গোল করে দলের জয় নিশ্চিত করেন।

২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রোমা। আর ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় নাপোলি।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।