ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

পেনাল্টি গোলে রোনালদোর রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
পেনাল্টি গোলে রোনালদোর রেকর্ড লা লিগায় রোনালদোর পেনাল্টি গোলের রেকর্ড/ছবি: সংগৃহীত

লা লিগার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ পেনাল্টি গোলস্কোরার এখন ক্রিস্টিয়ানো রোনালদো। সবশেষ ভিয়ারিয়াল ম্যাচের মধ্য দিয়ে হুগো সানচেজের রেকর্ড ভেঙে সেরার আসনে বসেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার।

গত মাসে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে হারের দিনে রিয়াল লিজেন্ড সানচেজের ৫৬টি পেনাল্টির কীর্তি স্পর্শ করেন রোনালদো। ভিয়ারিয়ালের মাঠে গিয়ে রেকর্ডটি নিজের করে নিলেন সিআর সেভেন।

দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

ম্যাচের ৭৪ মিনিটে রেকর্ড গড়া স্পট কিক থেকে বল ‍জালে পাঠান রোনালদো। এ তালিকায় ৪৩টি পেনাল্টি গোলে পঞ্চম স্থানে বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। সাবেক তারকা লুবোস্লাভ পেনেভ (৪৪) ও রোনাল্দ কোমেনকে (৪৫) ছাড়িয়ে যাওয়ার পথে আর্জেন্টাইন আইকন।

রোনালদোর ৫৭টি স্পট কিকের মধ্যে চলতি মৌসুমের পেনাল্টি গোল পাঁচটি। লিগে তার গোলসংখ্যা ১৯ ম্যাচে ১৬টি।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।