ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার বিপক্ষে খেলার অপেক্ষায় ব্রাজিলের জেসুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
আর্জেন্টিনার বিপক্ষে খেলার অপেক্ষায় ব্রাজিলের জেসুস ছবি: সংগৃহীত

আট সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন ব্রাজিলের উঠতি তারকা গ্যাব্রিয়েল জেসুস। ফলে, দেশের জার্সি গায়ে উরুগুয়ে আর প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলো খেলতে না পারলেও খেলবেন আর্জেন্টিনার বিপক্ষে।

ব্রাজিলের এ তরুণ স্ট্রাইকার ম্যানসিটির হয়ে প্রিমিয়ার লিগেও দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরেন। এ মৌসুমেই ম্যানসিটিতে নাম লেখান জেসুস।

ব্রাজিলের হয়ে ছয় ম্যাচ খেলে জেসুস গোল করেছেন পাঁটি। ম্যানসিটির হয়ে নিজের প্রথম তিন ম্যাচে তিন গোল করেন। কিন্তু চতুর্থ ম্যাচে খেলতে নেমে ইনজুরিতে পড়েন।

ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান আসরে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের ১৪তম মিনিটে গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার বদলে মাঠে নামেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। সে সময় ১৯ বছর বয়সী জেসুসের চোট খুব মারাত্মক নয় বলেই মনে করা হয়েছিল।

পরে চোট মারাত্মক হওয়ায় বার্সেলোনাতে জেসুসের অস্ত্রোপচার করা হয়। আট মাসের জন্য ছিটকে পড়েন তিনি।

আগামী মার্চে উরুগুয়ে আর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে নেইমারের ব্রাজিল। আর এই দুই ম্যাচের কোনোটিতেই থাকতে পারছেন না জেসুস। আগামী জুনে সেলেকাওরা মেলবোর্নে আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে। জুনের দুই ম্যাচেই দলে ফেরার সম্ভাবনা রয়েছেন এই ব্রাজিল তারকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জেসুস জানিয়েছেন, ‘কবে ফিরবো? ঈশ্বরের ইচ্ছায় দুই মাস পর। ’

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।