ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

আগুয়েরোর জোড়া গোলে কোয়ার্টারে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
আগুয়েরোর জোড়া গোলে কোয়ার্টারে ম্যানসিটি ছবি:সংগৃহীত

এফএ কাপের পঞ্চম রাউন্ডে সার্জিও আগুয়েরোর জোড়া গোলে হার্ডাসফিল্ড টাউনের বিপক্ষে ৫-১ ব্যবধানের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। আর এ জয়ের ফলে আসরের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পেপ গার্দিওলার শিষ্যরা। গত ১৮ ফেব্রুয়ারি এ দু’দলেরই খেলা গোলশূন্য ড্র হওয়ায় এটি রিপ্লে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে নিচের সারির দল হার্ডাসফিল্ডকে আতিথিয়েতা জানায় ম্যানসিটি। তবে মজার কথা ম্যাচের সাত মিনিটে হারি বানের গোলে এগিয়ে যায় হার্ডাসফিল্ড।

তবে ৩০ মিনিটে সমতায় ফেরে সিটি। রাহিম স্টারলিংয়ে অ্যাসিস্টে লিরয় সেনের গোল করলে সমতা পায় দলটি।

পাঁচ মিনিট পর আর্জেন্টাইন তারকা আগুয়েরোর পেনাল্টি গোলে লিড পায় সিটি। আর ৩৮ মিনিটে আগুয়েরোর পাসেই আরেক আর্জেন্টাইন পাবলো জাবালেটা গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আগুয়েরো। এবারের গোলে তাকে সহায়তা করেন স্টারলিং। আর ইনজুরি সময়ে কেলেচি এলহেনাচোর গোল করলে ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় পেপ গার্দিওলা শিষ্যদের।

আগামী ১১ মার্চ শেষ আটের ম্যাচে মিডলসবার্গের বিপক্ষে মাঠে নামবে সিটি।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।