ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ন হওয়ায় পাটগ্রামে আনন্দের বন্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ন হওয়ায় পাটগ্রামে আনন্দের বন্যা বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ন হওয়ায় পাটগ্রামে আনন্দের বন্যা-ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: বঙ্গমাতা ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় লালমনিরহাটের পাটগ্রামে বইছে আনন্দের বন্যা।

বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় রাজশাহী বিভাগের বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে লালমনিরহাটের পাটগ্রাম টেপুরগাড়ী বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলাটি বিটিভিসহ বিভিন্ন মিডিয়ায় সরাসরি সম্প্রচার দেখে উল্লাসে রাস্তায় মিছিল নিয়ে বেড়িয়ে পড়ে সর্বস্তরের মানুষ।

চ্যাম্পিয়ন দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোল্ডকাপ ট্রফি ও এক লাখ টাকার চেক তুলে দেন।

লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খাঁন চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে বাংলানিউজকে জানান, এ বিজয় গোটা জেলাবাসীর।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।