ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ইনজুরিতে ছিটকে গেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
ইনজুরিতে ছিটকে গেলেন রোনালদো ইনজুরিতে ছিটকে গেছেন রোনালদো/ছবি: সংগৃহীত

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ফিরতে এইবারের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। নিষেধাজ্ঞার কারনে নেই গ্যারেথ বেল। গ্যালাকটিকোদোর জন্য উদ্বেগের বিষয়, দলের সেরা অস্ত্র রোনালদোর ইনজুরি। পেশী সমস্যায় ভুগছেন পর্তুগিজ আইকন।

শনিবার (৪ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ৯টায় ম্যাচটি ‍শুরু হবে। কয়েক ঘণ্টা বাদেই ন্যু ক্যাম্পে (দিবাগত রাত পৌনে ২টা) সেল্টা ভিগোর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

ইতোমধ্যেই এইবার ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে লস ব্লাঙ্কসরা। ইনজুরি অাক্রান্ত রোনালদোকে নিয়ে ঝুঁকি নেননি কোচ জিনেদিন জিদান। দলের সঙ্গে অনুশীলন করেননি চারবারের ব্যালন ডি’অর জয়ী। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ফ্রেঞ্চ কিংবদন্তি। রোনালদোর ইনজুরি কতটা গুরুতর বা কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা খোলাসা করেননি তিনি।

দু’দিন আগে সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদোর জোড়া গোলেই লাস পালমাসের বিপক্ষে হার এড়িয়ে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ওই ম্যাচেই প্রতিপক্ষের খেলোয়াড়কে পা দিয়ে আঘাত করে ও বাকবিতণ্ডায় জড়িয়ে করে লাল কার্ড (৪৭ মিনিট) দেখে মাঠ ছাড়েন গ্যারেথ বেল। পরে ওয়েলস তারকার ওপর দুই ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সা। এক পয়েন্ট পিছিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল। তিনে থাকা সেভিয়ার সংগ্রহ ২৫ ম্যাচে ৫৬। পাঁচ নম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদ (৪৬)। চারে রিয়াল সোসিয়েদাদ (২৬ ম্যাচে ৪৮)

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ৪ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।