ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

জয়রথ থামলো জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
জয়রথ থামলো জুভেন্টাসের ছবি:সংগৃহীত

ইতালিয়ান সিরিআ লিগে জয়রথ থামলো জুভেন্টাসের। উদিনেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে টানা সাত ম্যাচ পর জয় দেখা থেকে বঞ্চিত হলো ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। এদিন অবশ্য লিওনার্দো বোনুচ্চির দ্বিতীয়ার্ধের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সমর্থ হয় জুভিরা।

উদিনেসের মাঠ স্তাদিও কমুনেল ফ্রিউলিতে রোববার রাতে খেলতে যায় জুভেন্টাস। তবে প্রথমার্ধের ৩৭ মিনিটে স্বাগতিক ফুটবলার ডুভান জাপটার গোলে এগিয়ে যায় উদিসেন।

কিন্তু দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে গোল করে জুভিদের ড্র নিশ্চিত করেন বোনুচ্ছি।

এদিন ড্র করলেও ২৭ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে জুভেন্টাস। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রোমা।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।