ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

গোপালগঞ্জে অনূর্ধ্ব-১৮ জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়নশীপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
গোপালগঞ্জে অনূর্ধ্ব-১৮ জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়নশীপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জঃ গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়নশীপ এর খেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুর ২ টায় আঞ্চলিক পর্বের এ খেলার উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।  

দেশের ৮টি ভেন্যুতে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে।

গোপালগঞ্জ ভেন্যুতে দক্ষিন-পশ্চিমাঞ্চলের ৮ জেলা দল অংশ নিচ্ছে। এ ভেন্যুতে স্বাগতিক গোপালগঞ্জ জেলা ছাড়াও খুলনা, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, যশোর, বাগেরহাট ও ঝিনাইদাহ জেলা দল অংশ নেবে।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমউদ্বোধনী দিনের প্রথম খেলায় সাতক্ষীরা জেলা দল ১-০ গোলে মাগুরা জেলা দলকে এবং দিনের দ্বিতীয় খেলায় খুলনা জেলা দল ও নড়াইল জেলা দল ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫, মার্চ ০৯, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।