ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

সারোগেসিতে যমজ সন্তান আসছে রোনালদোর ঘরে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
সারোগেসিতে যমজ সন্তান আসছে রোনালদোর ঘরে! ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর ঘরে জমজ ছেলে সন্তান আসছে বলে খবর রটেছে। রোনালদোর কাছের এক বন্ধুর বরাত দিয়ে এই খবর জানাচ্ছে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সারোগেসি বা গর্ভ ভাড়া নিয়ে সন্তান জন্ম দিচ্ছেন রোনালদো। এই খবর শুধুমাত্র রোনালদোর পরিবার আর কাছের সেই নাম প্রকাশ না করা বন্ধুটিই জানেন।

তবে, কার গর্ভ ভাড়া করা হয়েছে এটা রোনালদোর পরিবারের কেউ জানে না।

সংবাদে জানানো হয়, রোনালদো এবার আমেরিকার এক মহিলার গর্ভ ভাড়া নিয়েছেন।

২০১০ সালে সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দিয়েছিলেন রোনালদো। ক্রিস্টিয়ানো জুনিয়র পর্তুগিজ তারকার পরিবারের সঙ্গেই থাকে। প্রথম সন্তানের গর্ভধারণ করেছিলেন কে, সেটি এখনও রোনালদো জানাননি। তবে, মোটা অঙ্কের অর্থ নিয়েছিলেন সেই নারী।

এদিকে, আরেকটি খবরে বলা হয়, স্প্যানিশ মডেল জিওগ্রিনা রদ্রিগুয়েজের সঙ্গে বেশ অন্তরঙ্গ ভাবে মেলামেশা করতে দেখা যাচ্ছে রোনালদোকে। এর আগে রাশিয়ান মডেল ইরিনা শায়েকের সঙ্গে মেলামেশা করেছিলেন সিআর সেভেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ১২ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।